পুরান ঢাকা প্রতিনিধি
মেঘনা নদীতে ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ,চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চা-৯ নামের দুটি লঞ্চের সংঘর্ষে ৪জন নিহত ৫-৭জন আহত হয়েছেন,এ ঘটনায় ঘটে। এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ঢাকা সদরঘাট নৌ টার্মিনালে পৌঁছায়। সদরঘাট নৌ থানার পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে এবং আহত ব্যক্তি চিকিৎসার ব্যবস্থা নেয়।
সদরঘাট নৌ থানার ইনচার্য সোহাগ রানা বলেন, লঞ্চে সংঘর্ষের ঘটনায় ৪,জনের লাশ পাওয়া গেছে। আরো কয়েকজন আহত হয়েছেন। খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।
নৌ-পুলিশের এসআই বশির আহমেদ জানান,ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে অন্তত ৪,জন নিহত হয়েছেন,এ ঘটনায় আরও ৫-৭ জন আহত হয়েছেন।