ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে ভিড় জমান সমর্থকরা। বেলা সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নেতাকর্মীরা। এর আগে দলীয় কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয়। মনোনয়ন জমা দেয়ার শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে।’ নির্বাচনের জয় পেলে সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক শিক্ষা সহ যেসব দিকে পিছিয়ে আছে সেসবের উন্নয়নের আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব। এছাড়াও মনোনয়ন দেয়ায় দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।