ক্যাপিটাল ড্রামার ব্যানারে আসছে নতুন ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’। হাসিব হোসাইন রাখির গল্পে নির্মিত এই ফিল্মে দেখা যাবে এক ভিন্নধর্মী যাত্রা—যেখানে শুধু রোমান্স নয়, মিশে আছে পরিবার, বন্ধুত্বের উষ্ণতা এবং ছাত্রজীবনের স্মৃতি।
৯০ মিনিট দৈর্ঘ্যের ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি নিজেই। শুরু থেকেই নতুন নায়িকাকে ঘিরে ছিল ব্যাপক কৌতূহল। প্রযোজনা সংস্থাও দর্শকদের এই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছিল নায়িকার পরিচয় গোপন রেখে।
শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান হলো। আজ রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয় ‘ফার্স্ট লাভ’-এর নায়িকার পরিচয়। তিনি শোবিজের পরিচিত মুখ—ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও মডেল শাম্মি ইসলাম নীলা, যিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ–২০২৩’-এর মুকুটজয়ী।
চলতি বছরের শুরুতে বিয়ে করে আলোচনায় এলেও অভিনয়ে এর আগে নাম লেখাননি ২৪ বছরের এই তরুণী। প্রথম অভিনয় অভিজ্ঞতা নিয়ে নীলা বলেন, “আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। ‘ফার্স্ট লাভ’-এর গল্পটি যখন শুনি, নিজের সঙ্গেও খুব কানেক্ট করতে পেরেছি। যারা দেখবেন, তারাও জীবনের কোনো না কোনো মুহূর্তে এই গল্পটাকে অনুভব করবেন। এমন একটি কাজ করতে চেয়েছিলাম যা মানুষের মনে থেকে যাবে। দর্শকরা মানসম্মত কাজ দেখতে চান, আর এই ফিল্মে তারা সেই কোয়ালিটি পাবেন বলে আমি আশাবাদী।”